শার্শা (যশোর) প্রতিনিধি:
বেনাপোল সীমান্তে ১২শ’ পিস ভারতীয় শাড়িসহ আরিফুল ইসলাম (৩৫) নামে ১ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার রাতে বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে শাড়িসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দক্ষিণ রূপসী গ্রামের আবু সাঈদের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, ভারতীয় শাড়ির একটি চালান নিয়ে চেকপোস্ট থেকে বেনাপোল বাজারের উদ্দেশ্যে যাচ্ছে ১ পাচারকারী। এমন সময় অভিযান চালিয়ে বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে ১২শ’ পিস ভারতীয় শাড়িসহ তাকে আটক করা হয়।
বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম জানান, আটক আরিফুলের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং
জব্দকৃত শাড়ি বেনাপোল কাস্টমস শুল্ক গুদাম শাখায় জমা দেওয়া হয়েছে।