আবুু বকর ছিদ্দিক রনি,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বুধবার বিকালে ২টি রাধাকৃষ্ণের মুর্র্তি উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ
বেনাপোল চেকপোষ্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নমিতা রায় জানান, দুলাল কুমার ঘোষ নামে এক পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশিকালে তার ব্যাগ থেকে বড় বড় পিতলের তৈরি দুইটি রাধাকৃষ্ণের মূর্তি পাওয়া যায়। দুলাল কুমার ঘোষ ঢাকা কেরানীগঞ্জের নিত্যা নন্দ ঘোষের ছেলে। তার পাসপোর্ট নং পিকিউ-০৫৫৩৩৪৬। সে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ২টি রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে আসে। কাস্টমস তল্লাশি কেন্দ্রে তার ল্যাগেজ চেকিং এর সময় কাস্টম কর্তৃপক্ষ মূর্তি দুইটি আটক করেন। মূর্তি দুইটির ওজন ৩৩ কেজি। আটক মূর্তি বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে। আমদানি নিষিদ্ধ না থাকায় ওই পাসপোর্ট যাত্রী দুলাল কুমার ঘোষকে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানান।