চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে নি¤œচাপ অব্যাহত
নিউজ ডেস্ক:বঙ্গোপসাগর থেকে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে অব্যাহত বৃষ্টিতে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না তেমন কেউ। সরকারি অফিসগুলোতে ব্যস্ততম দিনেও লোকসমাগম না থাকায় অনেকটা অলস সময় পার করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সড়কে যানবাহনের সংখ্যা কিছুটা কম থাকায় দুর্ভোগে পড়তে হয়েছে অনেককেই। এদিন চুয়াডাঙ্গা শহরে ইজিবাইক, ভ্যান-রিকশার সংখ্যাও ছিল তুলনামূলক অনেক কম। সাধারণ মানুষের সঙ্গে ছাতা মাথায় দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে কর্মজীবী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। আবার নিজ নিজ কাজ শেষে বৃষ্টিতে ভিজে ঘরে ফিরেছেন অনেকে। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। বৃষ্টির কারণে তেমন কাজ না থাকায় শ্রম বিক্রি করতে না পেরে তাঁরা অবসরে কাটিয়েছেন দিনটি।
গতকাল বুধবার ভোর থেকেই আকাশ মেঘলা ছিল, খুব সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুপুরের দিকে কিছুটা কমলেও বৃষ্টির অবিরত ছিটেফোঁটা ছিল দিনভর। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা মেলেনি সূর্যেরও। রাতের মেঘে ঢাকা আকাশেও ছিল না চাঁদ। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্তও চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকার বেশির ভাগ জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল।
এদিকে, জেলার ফসলি মাঠগুলোতে এখন তেমন কোনো চাষাবাদ না থাকায় ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে খাল-বিল, নদী-নালা ও জলাধারগুলোতে পানি জমতে শুরু করেছে। বিশেষ করে চুয়াডাঙ্গার প্রধান নদী ‘মাথাভাঙ্গার’ পানি প্রবাহিত হচ্ছে ভরা যৌবনের ন্যায়। সম্প্রতি বৃষ্টির পানিতেই নদীর প্রাণ ফিরে এসেছে বলে ধারণা করছেন অনেকে।
আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে সৃষ্ট নি¤œচাপের কারণেই আবহাওয়ার এ অবস্থা দেখা দিয়েছে। গতকাল বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের রেইনঠান্ডারে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বাড়তে পারে আরও। একই অবস্থা আরও দুই-তিন দিন থাকবে বলে জানিয়েছে তারা।