এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৩০ বোতল ফেন্সিডিল আটক করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাছ আহম্মেদের গোপন সংবাদের ভিত্তিতে ৫ মে শুক্রুবার সকাল সাড়ে ১০টায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই প্রভাত চন্দ্র সরকার, এসআই সাইদুর রহমান, এসআই নরেন চন্দ্র রায়, এসআই মশিউর, এএসআই আব্দুল জলিল, এএসআই জাহিদ, এএসআই মামুন, ডিবি সদস্য গোলাম মোস্তফা সহ পুলিশের একটি টিম বীরগঞ্জ পৌর শহর হতে ১৩০ বোতল ফেন্সিডিল (ডাইল) আটক করে।
যানাযায়, ঠাকুরগাও হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন ঢাকা মেট্রো ব-১১-৮১৪৫ তল্লাসি চালিয়ে মালিক বিহিন ১৩০ বোতল ফেন্সিডিল আটক করেছে।
এব্যপারে ওসি তদন্ত জানায়, কাউকে গ্রেফতার করা হয়নী, মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।