নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ার মধ্য জাভার অধিবাসী সোদিমেজো নামের এক ব্যক্তির বয়স প্রায় দেড়শ বলে দাবি করা হয়। বলা হয় যে, তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ। সম্প্রতি তিনি মারা গেছেন। জানা যায়, স্বাস্থ্যগত কারণে গত ১২ এপ্রিল তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি সেখানে থাকতে চাননি। বাড়িতে ফিরিয়ে আনার কয়েক দিন পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার একজন নাতী।
কাগজপত্র অনুযায়ী, এই ব্যক্তির ১৪৬ বছর। তার জন্ম হয়েছিল ১৮৭০ সালে। ইন্দোনেশিয়ায় জন্ম সনদ তৈরির কাজটি শুরু হয়েছিল ১৯০০ সালে। গত বছর সোদিমেজো বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল, তার এই দীর্ঘ জীবনের গোপন চাবিকাঠি কী?
জবাবে তিনি জানিয়েছিলেন, একটি হচ্ছে ধৈর্য। আর অন্যটি হচ্ছে ভালোবাসা – যারা আমার আশেপাশে রয়েছেন, আমাকে দেখাশোনা করছেন তাদের ভালোবাসা।
সূত্র: বিবিসি।