বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়ালো

0
26

নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ছাড়িয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ তিন শ’ ১০ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৬৫ লাখ ৫৭ জনে।করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ৯২ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩০ হাজার ৯৭২ জন।যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে প্রায় ৮২ লাখ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ২২ হাজার ৬০৭ জন।ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ৪৫ হাজার ৭০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষের।