বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ

0
10

জেল হত্যা দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় আ.লীগের প্রস্তুতি সভা
নিউজ ডেস্ক:আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জাতিয় মহিলা সংস্থার সভাপতি নাবিলা ছন্দা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, মহিলা নেত্রী শম্পা, সাথী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, শ্রমিক লীগ সভাপতি আফজালুল হক, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, যুবলীগের নেতা আব্দুল কাদের, বাকী, সুমন, আব্দুর রশিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি সাহাবুল ইসলাম, বাপ্পী, ফিরোজ, রহমান, রাজু প্রমুখ।
প্রস্তুতি সভায় জেল হত্যা দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং অর্ধনমিতকরন, সকাল ৬টা ৪৫ মিনিটে জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল ৩টায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। (প্রেস বিজ্ঞপ্তি)