চুয়াডাঙ্গার কৃষ্ণপুরের দেলোয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষ্ণপুরের দালাল দেলোয়ারের বিরুদ্ধে সালাউদ্দিন নামের এক যুবককে বিদেশে পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে৷ গত ২ বছর আগে দালাল দেলোয়ার ফ্রি ভিসায় সৌদি আরবে পাঠালেও তারপর থেকে কোন যোগাযোগ নেই বলে অভিযোগ করেন সালাউদ্দীনের পরিবারের সদস্যরা। এ ঘটনায় একটি মামলা করলেও মামলাটি তুলে নিতে পাল্টা মামলা ও বিভিন্নভাবে হুমকি ধামকিসহ সালাউদ্দীনের পরিবারের সদস্যদের মারধর করেছে দেলোয়ারসহ তার সহযোগীরা।
সালাউদ্দিনের ভাই রাজ্জাক বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ওনর কৃষ্ণপুর গ্রামের বোয়ালমারীপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে দেলোয়ার হোসেন দুলাল ২৪ মাস আগে আমার ছোট ভাই সালাউদ্দীনকে ফ্রি ভিসার মাধ্যমে ৯ লাখ ৬০ হাজার টাকা নিয়ে সৌদি আরবে পাঠাই। এরপর থেকে সালাউদ্দীনের সাথে এখনো কোন প্রকার যোগাযোগ হয়নি আমাদের। এতে দালাল দেলোয়ারের কাছে যোগাযোগ করে দেয়ার কথা বললে এড়িয়ে যায়। পরে বাধ্য হয়ে প্রায় ২ মাস আগে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করে সালাউদ্দীনের পরিবার। এরপর থেকে দেলোয়ার মামলা তুলে নেয়ার জন্য বিভিন্নভাবে লোক মারফতে হুমকি দিয়ে আসছিল। পরে আবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আমাদের নামে উল্টা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে দেলোয়ার।
এদিকে এই নিয়ে কয়েকদিন আগে দোস্ত বটতলা বাজারে মন্ডলদের উপস্থিতিতে মীমাংসা জন্য ডাকে দেলোয়ারসহ তার সহযোগীরা। এতে আমরা মীমাংসা না করতে চাইলে আমাকে সহ পরিবারের ৫জনকে মারধর করে সালিশ বৈঠকে। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক করা হয়। তিনি আরো বলেন, আমরা মামলা করেছি। উল্টা পুলিশ আমাদেরকে হয়রানি করছে বারবার। আমার ভাইটা কিভাবে কোথায় আছে কিছুই জানিনা। যাওয়ায় পর থেকে একবারও ফোন দেয়নি। আমাদের পরিবারের সদস্যরা আতঙ্কে আছি। আমার ভাই সালাউদ্দীনকে ফিরে পেতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।