নিউজ ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসা করার জন্য উন্নত পরিবেশ তৈরি হচ্ছে। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে। যেখানে ইতোমধ্যে চীন এবং ভারত বিনিয়োগ করছে। বিদেশিদের বিনিয়োগে উন্নত মানের পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
গতকাল সোমবার রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সঙ্গে বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের (এসবিএফ) চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের উদ্যোগের পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য এগিয়ে আসছে। আর সিঙ্গাপুর হলো শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, অত্যাধুনিক ব্যবসায় কাঠামোসহ সব দিক থেকে এশিয়ার অন্যতম কর্মক্ষমতাসম্পন্ন একটি দেশ। সিঙ্গাপুর বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বন্ধু। বিশ্বব্যাপী বিনিয়োগের নেতা ও বিশ্বস্ত বন্ধু হিসেবে আমরা সিঙ্গাপুরের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো বাড়াতে চাই।
আমির হোসেন আমু বলেন, গত কয়েক দশক ধরে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা উন্নয়নের পথে রয়েছে। দুই দেশের অর্থনীতি, বিনিয়োগ কাঠামো, ব্যবসা ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে সরকার। একই সঙ্গে দ্বিগুণ ট্যাক্স পরিত্যাগের চুক্তি ও দুই দেশের মধ্যে বোঝাপড়া স্মারকের ব্যাপারেও কাজ করছে সরকার।
তিনি বলেন, পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বে বাংলাদেশের তৈরি পোশাক বিলাসবহুল পোশাক হিসেবে পরিচিত। এ ধারা অব্যাহত রাখতে আমরা সোচ্চার।
বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ইতোমধ্যে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপর রয়েছে। গত অর্থবছরে ৭ দশমিক ২৪ শতাংশ জিডিপি অর্জন হয়েছে। আগামী অর্থবছরে আমাদের লক্ষ্য ৭ দশমিক ৪ শতাংশ বলেও জানান মন্ত্রী।
এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুত্তাকিম আশরাফ বলেন, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বর্তমান ব্যবসায়িক পরিস্থিতির আরো উন্নয়নে কাজ করবে এই সমঝোতা স্মারক চুক্তি। ব্যবসায়িক পরিবেশ, দক্ষতা বৃদ্ধি ও নতুনত্বের সন্ধানে বাংলাদেশের জন্য রোল মডেল সিঙ্গাপুর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এসবিএফের চেয়ারম্যান এস.এস. টিও, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মির্জা গোলাম সবুর প্রমুখ।