বিএনপির ১০ নেতা-কর্মী আহত, শহরজুড়ে আতঙ্ক

0
26

গাংনীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আ.লীগ ও ছাত্রলীগের হামলা
নিউজ ডেস্ক:গাংনীতে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগ ও ছাত্রলীগ হামলা চালিয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল প- করে দিয়েছে। এ সময় বিএনপির নেতা-কর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে গাংনী থানার পুলিশের সহায়তায় কার্যালয় থেকে বের হন তাঁরা। এ নিয়ে গাংনী শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাংনীতে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা শুরু হয়। সভা শুরুর কিছুক্ষণ পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির আলোচনা সভার মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে গাংনী থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ছাত্রলীগের হামলায় যুবদলের নেতা হারুনার রশিদ বাচ্চু, আব্দুল মালেক চপল, ছাত্রদলের নেতা আশিকুর রহমান, সেলিম রেজা, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, বামন্দী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইলিয়াস হোসেনসহ অন্তত ১০ জন নেতা আহত হন বলে দাবি করেন বিএনপির নেতারা।


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম নাসির, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ, আতিয়ার রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, ইন্সারুল হক, রাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার আলি ভুট্টো, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা আরজুমান বানু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান চেয়ারম্যান, জেলা যুবদলের সহসভাপতি আব্দাল হক, বিকলুস আহমেদ, জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক কাউছার আলী, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসাইন, সহসভাপতি বিপ্লব হোসেন, জেলা মহিলা দলের নেত্রী খালেদা, ফরিদা পারভীন, নাজমা আক্তারসহ মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রীরা।
এ বিষয়ে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন, পুলিশের অনুমতি নিয়ে গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। দোয়া মাহফিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাছির জামান মৃদুলের নেতৃত্বে বিএনপির কার্যালয়ে হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিল প- হয়ে যায়। তিনি আরও বলেন, নির্যাতন, হামলা, মামলা করে বিএনপির নেতা-কর্মীদের কণ্ঠ রোধ করা যাবে না। জনগণের বাক্স্বাধীনতা ফিরিয়ে দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান তিনি।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাছির জামান মৃদুল বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে সংবাদ ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি নাশকতা করবে, এমন সংবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা বাজারে অবস্থান নেন। তবে হামলার বিষয়ে মুন্তাছির জামান মৃদুল কোনো মন্তব্য করেননি।
এ প্রসঙ্গে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বলেন, ‘ছাত্রলীগ যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির দোয়া ও আলোচনা সভা প- করার জন্যই আওয়ামী লীগ ও ছাত্রলীগ আমাদের দলীয় কার্যালয়ে হামলা করেছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ দ্রুত সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে গাংনী বাজারে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।