নিউজ ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গতবার একতরফা নির্বাচন করতে পারলেও এবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সহজ হবে না। নির্বাচনের পরিবেশ তৈরি হলেই বিএনপি নির্বাচনে যাবে, না হলে নির্বাচন সম্ভব নয়। ” আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপির মহাসচিব অভিযোগ করে আরও বলেন, “দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের নামে টাকা নেওয়া হয়, কিন্তু কাজ হয় না। বিশেষ করে শহরগুলোতে জলাবদ্ধতা দূর করার জন্য কোনো মহাপরিকল্পনা নেই। যে কারণে দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। ”
তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলেই হাওর অঞ্চলের জনগণের কথা চিন্তা করছে না। সরকারের উচিত হবে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া। নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে বিএনপি কাজ করছে। যথা সময়ে তা তুলে ধরা হবে। নির্বাচনকালীন সরকার হতে হবে দল নিরপেক্ষ।