নিউজ ডেস্ক:
‘বাহুবলী ২’-র সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার রামায়ণ মহাকাব্য নিয়ে সিনেমা তৈরি করতে এগিয়ে এলেন তিন প্রযোজক। ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি এই সিনেমা মুক্তি পাবে তিনটি ভাগে। হ্যারি পটার বা লর্ড অফ রিংস-এর মতো জনপ্রিয় সিরিজ যেভাবে মুক্তি পায়। গোটা সিনেমার শ্যুটিং হবে 3D-তে।
সূত্রে খবর, ‘বাহুবলী ২’-এর মত পৌরাণিক কাহিনী সিনেমার বক্স অফিসে সাফল্য দেখে ‘রামায়ণ’ তৈরি করতে এগিয়ে এসেছেন তিন প্রযোজক। আল্লু অরবিন্দ, মধু মান্তেনা ও নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত ‘রামায়ণ’ মুক্তি পাবে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়।
স্টার ওয়ার্স, ট্রান্সফরমারস, দ্য মারশিয়ান-এর মতো সিনেমায় যে স্পেশ্যাল এফেক্ট ব্যবহৃত হয়েছে, সে সবের দায়িত্বে থাকা ‘প্রাইম ফোকাস’ সংস্থার মালিক এই প্রজেক্টের আর এক প্রযোজক নমিত মালহোত্রা। তিনি দাবি করেছেন, রামায়ণ ভারতীয় সিনেমাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। তিনি বলেন, “আল্লু স্যার ও মধুর সঙ্গে কাজ করার মতো সৌভাগ্য হতে চলেছে। তাও আবার এমন একটি সিনেমা নিয়ে যেটি ভারতীয় সিনেমায় মাইলস্টোন হয়ে থাকবে।