নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুরে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাল্যবিবাহের আয়োজনের দায়ে মেয়ের বাবা বুদো দাশকে (৪৫) ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত আটটার দিকে উপজেলার ঘাঘা তালশার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা এ আদেশ প্রদান করেন। জানা যায়, উপজেলার ঘাঘা তালশার গ্রামের নেপাল দাশের ছেলে বুদো দাশ তাঁর অষ্টম শ্রেণির পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করছেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা ঘটনাস্থলে পৌঁছালে বর পক্ষ পালিয়ে যায়। পরে অভিযুক্ত মেয়ের বাবা বুদো দাশকে ৪০ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানাসহ তালশার পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সঙ্গীয় ফোর্স।