বালি উত্তোলণে ঝুঁকিতে তিন ফসলি জমি

0
8

বলিয়ারপুরে আবাদী জমি কেটে পুকুর খননের অভিযোগ!
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার বলিয়ারপুরে পুকুর খননের নামে অবৈধভাবে আবাদী জমি কেটে বালি বিক্রয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ‘সমতল ফসলি জমি কেটে গভীর গর্ত করে বালি উত্তোলণের ফলে আসন্ন পার্শ্ববর্তী জমি ভাঙনের কবলে পড়ার এবং পাশ আইলের তিন ফসলী জমি ভাঙনের ক্ষতি পূরণ দিবে কে। সরকারি ভূমি অফিসে অভিযোগ করলেও কোন লাভ হয়নি।’
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের লুডু দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে আবাদী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রয় করে আসছে। একইসাথে আবারো পুকুরের মধ্যে থাকা বালি উত্তোলণ ও বিক্রয় করছে। এ কারণে বলিয়ারপুর গ্রামের লুডুর পুকুর খননের আড়ালে অবৈধ বালি ব্যবসার কারণে বিপাকে পড়েছে পুকুরের পাশ আইলের আবাদী জমির মালিকেরা। ঘন বর্ষায় পুকুরের পাড় ভেঙ্গে যাওয়ার আতঙ্কে আছেন তারা। পুকুরের পাড় ভাঙলে ব্যাপক ক্ষতিসহ এ নিয়ে সংঘর্ষের ঘটতে পারে বলেও এলাকাবাসী আশঙ্কা করছেন। এলাকাবাসী আরো বলেন, সরকারি আইন অনুযায়ী সমতল আবাদী জমি ও ফসলের জমির মাঝখানে পুকুর খনন সম্পূর্ণ অবৈধ। কিন্তু বলিয়ারপুর গ্রামের পুকুর খননের আড়ালে বালি-মাটির ব্যবসা করে আসছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান জানান, লুডুর বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। অবৈধভাবে সমতল ভূমি কেটে মাটি-বালি বিক্রয়ের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে।