বারাদীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

0
7

নিউজ ডেস্ক:মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। গত বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে মেহেরপুর সদরের বারাদী বাজারের অদূরবর্তী কাটজুলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় গাড়ির চালক ইউসুফ আলী (৩০)। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা আহত অবস্থায় গাড়ীর হেলপার মিরাজকে (২৫) উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খুলনা থেকে ঢাকা মেট্রো- ট-১৮-৭২৭২ ট্রাকটি ফ্রেশ কোম্পানীর সিমেন্ট নিয়ে মেহেরপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে ট্রাকটি মেহেরপুরের যাওয়ার পথে কাটজুলা নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কড়ইগাছের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মারা যায় গাড়ির চালক। ঘুমের ঘোরে চালক নিয়ন্ত্রণ হারায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত গাড়ী চালক ইউসুফ আলী ঝিনাইদহ জেলার পবাহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও হেলপার মিরাজ একই জেলার আরাপপুর গ্রামের নুর ইসলামের ছেলে। প্রায় আদা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা ক্ষতিগ্রস্থ গাড়ীর কেবিন কেটে চালকের মরদেহ বের করে।
খবর পেয়ে বারাদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে। পরে পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়।