নিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গায় গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা দেখতে বাজার মনিটরিং করেছে স্থানীয় প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন টার্মিনাল ও বাজার ঘুরে দেখেন। এ সময় গণপরিবহনগুলোতে সরকারি নিদের্শনা মোতাবেক যাত্রীবহন করা হচ্ছে কি না, তা সচক্ষে দেখেন টিমের সদস্যরা। মুখে মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়। পরে পরিদর্শন টিমের সদস্যরা শহরের বিভিন্ন বিপনীবিতানগুলো ঘুরে দেখেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সর্তক করেন।
এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, ‘সরকারি নিদের্শনা না মানলে আইনের কঠোর প্রয়োগ করা হবে। কোনোভাবেই শিথিলতা বরদাস্ত করা হবে না। চুয়াডাঙ্গাতে দিন দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাই এখন সবাইকে সচেতন হতে হবে। এ সময় তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে চলা একজন সুনাগরিকের দায়িত্ব। যারা মানছেন না, তাদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর শাস্তি প্রদান করা হচ্ছে।’
পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘করোনা সর্তকতায় জেলা পুলিশ বিরামহীনভাবে কাজ করছে। জীবনের ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত কাজ করে যাবে পুলিশের প্রতিটি সদস্যরা। এখন আপনাদেরকেও এই কাজে সহযোগিতা করতে হবে। নিজের, নিজের পরিবার এবং সমাজের কথা ভেবে সামাজিক ও শারীরিক দূরুত্ব মানতে হবে।’
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।