মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা লাঘবের কোন উদ্দ্যোগ নেই। উপজেলার তমালতলা মোড় মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় সামান্য বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। এ অবস্থায় পার হচ্ছে বছরের পর বছর। রাস্তাটির দু’পাশের পানি ওই স্থানটিতে জমে থাকায় জলাবদ্ধতা তৈরী হয়। রাস্তাটির বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন আশেপাশের প্রায় ১০ হাজার মানুষ। বৃষ্টির পানি আটকে এমন জলাবদ্ধতার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে নীরব।
এমন জলাবদ্ধ অবস্থায় প্রতিনিয়ত দূর্ভোগ বৃদ্ধি করছে পথচারীদের। রাস্তাটির খানাখন্দ পার হওয়ার সময় স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে গিয়ে বই-খাতা ও স্কুল ড্রেস নষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসনের গাড়ী ওই রাস্তায় আসা-যাওয়া করলেও কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
উপজেলা প্রকৌশলী এসএম শরিফ খান জানান, বাগাতিপাড়া-নাটোর সড়কের নয় কিলোমিটার প্রশস্ত করন করা হবে। নিচু স্থানটি উঁচু করার পরিকল্পনা নেয়া হচ্ছে। বর্তমানে পানি জমে জলাবদ্ধতা তৈরী হয়েছে তা আপাতত সমাধানের জন্য দপ্তরের লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।