স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ রেল মন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বিএনপি আমলে রেলের জন্য বরাদ্দ ছিল মাত্র ৫’শ কোটি টাকা। সে সময় অনেক রেল ষ্টেশন বন্ধ করে দেয়া হয়েছিল। রেলপথকে বন্ধ করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাছিনা রেলপথ উন্নয়ন ও রেলকে সমায়পযোগী করে তুলতে বরাদ্দ রেখেছেন সাড়ে ১১হাজার কোটি টাকা।
শেখ হাছিনার সরকার উন্নয়নের সরকার। আমরা শেখ হাছিনার নেতৃত্বে উন্নয়ন মুলক কর্মকান্ডে যথা সাধ্য চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, প্রধান মন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি জেলায় রেল সুবিধা লক্ষ্যে কাজ করার। সে অনুযায়ী ইতি মধ্যেই কাজ শুরু হয়েছে অচিরেই বাংলাদেশের সকল জেলার মানুষ রেল সুবিধা ভোগ করবে।
মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল ষ্টেশনের নবনির্মিত প্লাটফর্ম শেড এবং হাইলেভেল প্লাটফরম উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি রেল মন্ত্রী মুজিবুল হক বক্তব্য রাখেন। রেল সচিব ফিরোজ সালাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, পশ্চিম জোনের জিএম খায়রুল হোসেন, কোটচাঁদপুর-মহেশপুর আসনের এমপি নবি নেওয়াজ, কালিগঞ্জের এমপি আনারুল আজিম আনার, জেলা প্রশাসক মাহাবুবুল আলম তালুকদার, কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুননেছা মিকি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগ নেতা কায়দার রহমান এবং সাফদারপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী নাছির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা।
রেলমন্ত্রী মুজিবুল হক এ অঞ্চলের মানুষের দাবীর মূখে কোটচাঁদপুর রেলষ্টেশনে সীমান্ত এক্সপ্রেস থামার ব্যবস্থা করবেন বলে আশ্বস্থ করে বলেন, খুব তাড়াতাড়ি খুলনা থেকে দর্শনা পর্যন্ত ডবল করা হবে। ইতি মধ্যে যশোহর খুলনার ডবল লাইনে কাজ শুরু হয়ে গেছে।