বাংলাদেশ ১০ বছরে বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে

0
25

মেহেরপুর গাংনীর ভাটপাড়ার নীলকুঠি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
নিউজ ডেস্ক:জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘একটি ব্যর্থ রাষ্ট্র থেকে বের হয়ে এসে মাত্র ১০ বছর ৯ মাসে বিশে^ উন্নয়নের রোল মডেল তৈরি করেছে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। ১০ বছর আগে রাস্তা-ঘাট ছিল না, স্কুল-কলেজের ভালো ভবন ছিল না। সেই অবস্থান থেকে আজকে বাংলাদেশ বিশে^র অনেক দেশকে পেছনে ফেলেছে। আগামী ১০টি বছর আওয়ামী লীগকে সুযোগ দিন। দেখুন দেশটাকে কোথায় নিয়ে যাই। তখন আর ইউরোপ-আমেরিকা যেতে হবে না। আমাদের দেশেই তারা আসবে শিক্ষা গ্রহণ করতে।’
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুরের গাংনীর ঐতিহাসিক ভাটপাড়া নীলকুঠির পরিত্যক্ত এলাকায় ডিসি ইকোপার্কের কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি পার্কে ভিত্তিপ্রস্তর উন্মোচন করে এ পার্কের উন্নয়নকাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, পুলিশ সুপার এস এম মোরাদ আলী, গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, তৌফিকুর রহমান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি, স্থানীয় সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার শিল্পীরা গান পরিবেশন করেন।
প্রকল্প সূত্র জানায়, কোটি টাকা ব্যয়ে নীলকুঠি সংস্কার, স্মৃতিস্তম্ভ, সীমানা প্রাচীরসহ বিভিন্ন কাজ বাস্তবায়ন করছে জেলা প্রশাসন।