দেশের চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যার ত্রাণ তহবিলে ৪ হাজার ইউরো অনুদান দিয়েছেন পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তো। এই অনুদান বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মনে করেন বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। শুক্র ও শনিবার পর্তুগালের কমিউনিটি এবং মসজিদের পক্ষ থেকে কালেকশন করে সোমবার বন্যার্তদের ত্রান তহবিলে এ অনুদান জমা দেওয়া হয়।
এদিকে রবিবার (২৫ আগস্ট) দিনব্যাপী পর্তুগালে পোর্তোর আবেইরো শহরে, বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুর আয়োজনে পোর্তোর শহরে বসবাসরত বাংলাদেশীদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করা হয়।
যদিও বাংলাদেশী প্রবাসীদের কর্মব্যস্ততায় একঘেঁয়েমি কাটাতে প্রতিবছরই বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তু’র আয়োজনে বাংলাদেশী প্রবাসীদের নিয়ে আনন্দ ভ্রমণ ও পিকনিকের আয়োজন করা হয়। তবে এবারের আয়োজনটি ছিলো একটু ভিন্নরকম। বাংলাদেশের বন্যা পরিস্থিতির কারণে দিনব্যাপী নানা আয়োজনের মাঝেও প্রবাসী বাংলাদেশীরা এবং বাংলাদেশ কমিউনিটি অফ পোর্তোর পক্ষ থেকে বাংলাদেশে বন্যা কবলিত মানুষের জন্য দুঃখ প্রকাশ করা হয়। এর পাশাপাশি সকল প্রবাসী ও দেশবাসীকে বর্ন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।