বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না

0
15

আলমডাঙ্গায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনকালে ডিসি নজরুল ইসলাম
নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় আলমডাঙ্গা বড় ফুটবল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, আমরা একটি স্বাধীন ভূখ-, একটি পতাকা পেতাম না। তাই বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে। তা না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। বঙ্গবন্ধু নিজেও ফুটবল খেলতেন। খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে, সব নেশা থেকে দূরে রাখে।’
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, চুয়াডাঙ্গা জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হারদী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা সারমিন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার খাইরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সিনিয়র সহসভাপতি মজিবর রহমান, থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সমিতির সম্পাদক কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু ও পৌরসভার প্যানেল মেয়র সদরদ্দিন ভোলা।
সাবেক ফুটবলার ও প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম আজম এবং হাফিজুর রহমান জীবনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জহুরুল ইসলাম স্বপন, কাজী আলী আসগর সাচ্চু, আব্দুল গাফ্ফার, জামজামি ইউপি প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক খন্দকার জিহাদী জুলফিকার টুটুল, সাবেক ফুটবলার ঢাকা ১ম বিভাগের খেলোয়াড় শরিফুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় জামজামি ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে হারদী ইউনিয়ন দল।