মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ব্যস্ততম দিন : শোক পালন কর্মসূচির উদ্বোধন
নিউজ ডেস্ক:নিজ জেলা মেহেরপুরে ফিরে দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি এবং বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের মাসব্যাপী শোক পালন কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবনন্ধুর খুনিরা যে যে দেশে গা ঢাকা দিয়েছে, সেই দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা আশা করছি, দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করব। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, ঐক্যের প্রতীক। বঙ্গবন্ধুকে সামনে রেখেই জাতিকে ঐক্যবদ্ধ করেই বিশ্বের বুকে আমাদের দেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।’
এরআগে শহীদ সামসুজ্জোহা পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পার্ঘ অর্পণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আতাউল হক লালমিয়া, সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামলীগের সদস্য শামিম আরা হিরা, সদর উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু, ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, শাহ জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল ও যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, আরিফুল ইসলাম সোবহান, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারন ইবনে মামুন, জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ ও সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ নেতৃবৃন্দ। মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান ও আলোচনা সভা। এ ছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনকের শাহাদতবার্ষিকী পালন করবে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।
এদিকে, মেহেরপুর জেলা আওয়ামী লীগের মাসব্যাপী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়াম লীগের সভাপতি ফরহাদ হোসেন, এমপি। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর কমিউনিটি হলরুমে এ রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন সেচ্ছায় রক্তদান করে কর্মসূচির সূচনা করেন। এরপর আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা সেচ্ছায় রক্তদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, শাহ জামান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারন ইবনে মামুন, জেলা তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দিন বেলা ১১টায় মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয়ের চারতলাবিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি এ জেড এম মারুফুজ্জোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার হাসিব, জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে অর্থায়নের ২ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আশিকুজ্জামান।
এদিকে, দুপুরে শহরের খামারবাড়ি অফিসের সামনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি। ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টিসম্মত খাবার’ ও ‘শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ মেলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আতাউল গনি, সামাজিক বন বিভাগের কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোহাম্মদ শোয়াইব খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. আখতারুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, ‘এখন দেশে বড় চ্যালেঞ্জ নিরাপদ খাদ্য উৎপাদন। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। পরিবেশ বিপর্যয় থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ এ জন্য প্রতিটি পরিবার, সরকারি অফিসসহ বিভিন্ন জায়গায় সামাজিকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, মেলায় ২২টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে রয়েছে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছ এবং গাছের চারা। আগামী ৭ আগস্ট পর্যন্ত মেলা চলবে বলে জানা গেছে।