চুয়াডাঙ্গা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবিতে চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগ মানববন্ধন, বিভোক্ষ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তা মোড়ে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্য্যলয়ে যায়।
পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক স্মারকলিপি গ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকিসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।