নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. মনিরুল ইসলাম।
তিনি আজ দুপুরের কিছু আগে পৌর শহরস্থ বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার পাশে জঙ্গি আস্তানা এলাকা পরিদর্শন করে এসে এ তথ্য জানান। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে বড়হাটের আবু শাহ (রহ.) দাখিল মাদ্রাসার গেটে পৌঁছেন তিনি। এরপর তিনি জঙ্গি আস্তানা এলাকার দিকে পায়ে হেঁটে প্রবেশ করেন। এলাকাটি পরিদর্শন শেষে সাড়ে ১১টার দিকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বড়হাটের আস্তানা ঘিরে রাখা হয়েছে। আমরা জঙ্গি আস্তানা এলাকা রেকি করলাম। বৈরি আবহাওয়ার কারণে নাসিরপুরে সকাল সকাল আমরা অভিযান শুরু করতে পারিনি। এখন নাসিরপুরে আবার অভিযান শুরু হয়েছে। ভবনটি দখলে নেওয়া সম্ভব হয়নি। নাসিরপুরের অভিযান শেষ করে আমরা বড়হাটে অভিযান শুরু করবো। সে লক্ষ্যে অপারেশন পরিকল্পনা করা হচ্ছে। এদিকে বড়হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এলাকা দিয়ে যানচলাচল খুবই কম। জনসাধারণকে নিরাপদে সরে যেতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।