দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ প্রায় দু’লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অবিযান চালিয়ে এ সব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আলী আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বড়বলদিয়া গ্রামের সরাবাড়ীপাড়া রাস্তার উপর থেকে ওই গ্রামের ফাজিল হকের ছেলে জাহানবী (৩৫) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিমকে (২৫) আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৮৫৯টি ভারতীয় ভিভেল সাবান, ১টি ব্যাটারী চালিত অটোবাইক এবং ৩টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ১৮৫ টাকা। উদ্ধারকৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, গত সোমবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের শিশুতলা নামক স্থান হতে ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪শ’ টাকা। অপরদিকে, গত সোমবার রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঝপাড়া নামক স্থান হতে ২৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৯ হাজার ২শ’ টাকা। অন্যদিকে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাজ্জাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত শ্যামপুর গ্রামের নদীর পাড় হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২শ’ টাকা। উদ্ধারকৃত ১০৭ বোতল ফেন্সিডিল, ৮৫৯টি ভিভেল সাবান, ১টি ব্যাটারী চালিত অটোবাইক এবং ৩টি মোবাইরলের সর্বমোট মূল্য ২ লাখ ২ হাজার ৯শ’ ৮৫ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামাল কাস্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।