ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল উদ্ধার

0
13

দামুড়হুদার পৃথক পৃথক স্থানে বিজিবি’র অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রোববার পৃথক অভিযানে ফেন্সিডিলসহ এসব মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাঁদপুর গ্রামের দর্শনা হল্ট চাঁদপুর মাঠ থেকে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
একইদিন সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ৫টি ভারতীয় শাড়ি এবং ৮ মিটার পর্দার থান কাপড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫১ হাজার ৬শ’ টাকা।
এদিকে, গত রোববার দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল কমান্ডার নায়েক জহির রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দামুড়হুদা পাঁকা রাস্তার উপর হতে ৩৪০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
অপরদিকে, গত রোববার বিকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের আইসিপি চেকপোস্ট হতে ৪৫ কেজি ভারতীয় পাঞ্জাবীর বোতাম এবং ২শ’ ডজন চেইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা।