ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার

0
12

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার পৃথক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পৃথক অভিযানে মাদকসহ এসব মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা জোড়া বটতলা নামক স্থান হতে ৫টি ভারতীয় শাড়ী, ১৪টি পাঞ্জাবী, ১ পিস গজ কাপড়, ২০ প্যাকেট শনপাপড়ী, ২বক্স কিটকাট চকলেট, ২টি কসমেটিকস এবং ৭ জোড়া স্যান্ডেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৩৫০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
একইদিন বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা পুরাতন বাজার মোড় হতে ২টি ভারতীয় থ্রিপিস, ২৩টি প্যান্ট পিস, ২৫ জোড়া স্যান্ডেল এবং ৯৪৭টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৩৯০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
এদিকে, গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার নায়েক একরামুল হক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর মাঠ থেকে ৪৪ জোড়া ভারতীয় স্যান্ডেল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩২০ টাকা। উদ্ধার হওয়া স্যান্ডেল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
অপর দিকে, গত বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বারাদি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রমজান আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বারাদি মাঠ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬০ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
একই দিন গত বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির বিশেষ টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মেমনগর ইটভাটার সামনে থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার দাউদ হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত হৈবতপুর গ্রামের হৈবতপর মাঠ থেকে ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৮ হাজার টাকা। উদ্ধার হওয়া গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
অন্যদিকে, গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. সাজ্জাদ আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর কবরস্থান থেকে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৪ শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।