নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ডিবি ও শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার পৃথক সময়ে জেলার টিএনটি মোড় ও দৌলতদিয়াড়ের বঙ্গজ ফ্যাক্টরির সামনে থেকে তাঁদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির মন্টু মিয়ার ছেলে লিখন (২৪) ও দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার মৃত চাঁদ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯)।চুয়াডাঙ্গা ডিবি ও শহর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে। গতকাল সোমবার পৃথক সময়ে জেলার টিএনটি মোড় ও দৌলতদিয়াড়ের বঙ্গজ ফ্যাক্টরির সামনে থেকে তাঁদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ আসামিদের সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ির মন্টু মিয়ার ছেলে লিখন (২৪) ও দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার মৃত চাঁদ আলীর ছেলে আব্দুল্লাহ (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ফোর্স নিয়ে দৌলতদিয়াড়ের বঙ্গজ ফ্যাক্টরির সামনে অভিযান পরিচালনা করে আব্দুল্লাহকে আটক করেন। এ সময় আটক আব্দুল্লাহর শরীর তল্লাশি করে ২ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, রাত ৯টার সময় শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে শহরের টিএনটি মোড়ে অভিযান চালিয়ে লিখনকে আটক করেন। এ সময় আটক লিখনের শরীর তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত মাদকসহ তাঁদের সদর থানা হেফাজতে সোপর্দ করে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানার পুলিশ।