ফেনসিডিলসহ দুই কলেজছাত্র আটক

0
37

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চলিয়ে ফেনসিডিলসহ দুই কলেজছাত্রকে আটক করেছে। এ সময় আটককৃতদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলার ডুগডুগি পশুহাটের পাশে কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের রকিবুল ইসলাম (২১) ও আরাফাত সানি (২৩)।
জেলা গোয়েন্দা অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, দুইজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে দর্শনা থেকে ডুগডুগির দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, এএসআই রজিবুল হকসহ ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ কলেজের এইসএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রকিবুল ইসলাম ও একই এলাকার লুৎফর রহমানের ছেলে দর্শনা কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরাফাত সানিকে আটক করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদের শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরে গুজে রাখা ২৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত এ সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দামুড়হুদা থানা হেফাজতে সোপর্দ করা হয়।