নিউজ ডেস্ক:বহু অপকর্মের হোতা এলাকার চিহিৃত মাদক বিক্রেতা দামুড়হুদার দেউলী গ্রামের আব্দুর রহমান জসিম (২৮) ও বাপ্পি (২২) রাজবাড়ি পুলিশের হাতে আটক হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গত রোববার দুপুরে রাজবাড়ি বালিয়াকান্দি থানার এসআই নূর মোহাম্মদ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে বালিয়াকান্দি উপজেলামোড় সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ২৭ বোতল ফেনসিডিলসহ আটক করে। ফেনসিডিলবহন কাজে ব্যবহৃত একটি সাদা রঙের এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আটক আব্দুর রহমান জসিম দেউলী গ্রামের জামাল উদ্দীনের এবং বাপ্প্ িএকই গ্রামের হযরত আলীর ছেলে। এদিকে বহু অপকর্মের হোতা এলাকার চিহিৃত মাদক বিক্রেতা দেউলী গ্রামের আব্দুর রহমান জসিম ও বাপ্পি ফেনসিডিলসহ পুলিশের হাতে ধরা পড়ায় স্বস্থির নি:শ্বাস ফেলেছেন অভিভাবক মহল। এলাকার বেশকিছু সচেতন অভিভাবক বলেছেন, এলাকার অধিকাংশ উঠতি বয়সী যুবকদের ফেনসিডিল ও ইয়াবার নেশা ধরিয়েছে ওই জসিম। পুরো দামুড়হুদাকে মাদকের ধোয়ায় অন্ধকারাচ্ছন্ন করে তুলেছিল সে। এলাকার অধিকাংশ মানুষই বিষয়টি জানতো। কিন্ত ভয়ে কেউ মুখ খুলতো না। তারা আরও বলেছেন আব্দুর রহমান জসিম কিছুদিন সাংবাদিক পরিচয় দিয়ে দেদারছে চালিয়েছে ফেনসিডিলসহ ইয়াবার ব্যবসা। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জসিমের সাঙ্গ-পাঙ্গদেরও গ্রেফতার পূর্বক আইনে সোপর্দ করার জোর দাবী জানিয়েছেন এলাকার সচেতন অভিভাবকমহল।