মেহেরপুর প্রতিনিধি ঃ খামার যান্ত্রিকরণের মাধ্যমে ফসল উৎপাদনের লক্ষে মেহেরপুরে কৃষকদের মাঝে কৃষিজ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা হলরুমে ২৫ জন চাষির মাঝে মিনি কম্বাইন্ড হার্ভেস্টার ও চারা রোপন করার যন্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, কালীগাংনী ভিটাপাড়ার আই.পি.এম ক্লাবের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কাবেল উদ্দীনসহ আই.পি.এম ক্লাবের সদস্যবৃন্দ।