প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

0
11

দামুড়হুদার উজিরপুরে গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার উজিরপুরে একটি বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উজিরপুর গ্রামের আবু সিদ্দিকের ছেলে আব্দুল জলিলের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আব্দুল জলিল জানান, রোববার দিবাগত রাত তিনটার দিকে তাঁর বাড়িতে থাকা ফ্রিজের স্ট্যাবিলাইজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফ্রিজে আগুন লেগে ছড়িয়ে পড়লে ঘরের টিভি, কাপড়-চোপড়, আসবাব, নগদ ২ লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয় লোকজন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।