নিউজ ডেস্ক:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের কাছে টাকা থাকলেও শান্তি হবে না। আমি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি উনারাও উপলব্ধি করেছেন, তারা যথাসাধ্য চেষ্টা করছেন।
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, আইনের অবকাঠামোগত যে দুর্বলতা রয়েছে সেগুলো উন্নয়ন করার চেষ্টা চলছে। কিন্তু আমাদের প্রশাসন মরিচা ধরা। আমি এসব কথা অনেক দিন ধরে বলছি, এতে করে প্রশাসনের কিছু কর্মকর্তা একটু অখুশি হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসমাইলের সভাপত্বিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ দেওয়ান মোহাম্মদ সফিউল্লাহ, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা বেগম জেবুন্নেছা, স্পেশাল জজ মোহাম্মদ ইসমাইল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আজিজ আহমেদ ভূইয়া, জননিরাপত্তা বিঘ্নকারী আদালতের বিচারক এবিএম জহিরুল কবির প্রমুখ।