আলমডাঙ্গার আলোচিত কৃষক শওকত ফারাজি হত্যাকান্ডের রায়
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা আলমডাঙ্গার রেলজগন্নাথপুর গ্রামের মাঠে কৃষক শওকত আলী ফারাজি হত্যাকান্ডের রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামী মোন্তাজ আলী ফারাজিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামী মোন্তাজ ফারাজি আলমডাঙ্গা উপজেলার রেলজগন্নাথপুর পশ্চিমপাড়ার নাজিম উদ্দীনের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২২ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রেলজগন্নাথপুর গ্রামের শওকত আলী ফারাজিকে হত্যা করে আসামী মোন্তাজ। মাঠে কাজ করতে গেলে একা পেয়ে কোদাল দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। আসামী নিজেও তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, ‘ঘটনার দিন বৃষ্টি হচ্ছিল। আমি বাড়ি থেকে কোদাল নিয়ে ডেঙ্গার মাঠে যায়। গিয়ে দেখি যে, আমার আপন চাচাতো ভাই শওকত আমার ভুট্টা ক্ষেতের আইল কেটে আমার জমির ভেতর পানি গড়িয়ে দিচ্ছে। আমি নিষেধ করলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। তখন আমি রাগের বশে আমার হাতে থাকা কোদাল দিয়ে শওকতের মাথার পিছনে একটা কোপ মারি। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। তখন আমি কোদাল ফেলে পালিয়ে যায়। আর পরে শুনতে পায় শওকত মারা গেছে।’
এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রমাজান বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে উল্লেখ করা হয়, আসামী মোন্তার সঙ্গে শওকত ও তার ভাইদের জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক বার শওকতকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকীও দেয়া হয়। এরই একপর্যায়ে মাঠে একা পেয়ে তাকে হত্যা করা হয়।
পরবর্তীতে এ মামলার স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ, আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম। রায় ঘোষণার পর গতকালই তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।