নিউজ ডেস্ক:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আগামী রবিবার প্যারিসে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনে যোগ দেবেন। এতে ইসরাইল আরও ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ সম্মেলনে ইসরাইল ও ফিলিস্তিনের কোনো নেতা অংশ নিচ্ছেন না। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আশঙ্কা এ সম্মেলন তার কূটনীতিক বিচ্ছিন্নতাকে আরও তীব্র করবে।
ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপনের নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির মাত্র কয়েক সপ্তাহ পর এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দুই রাষ্ট্রভিত্তিক একটি শান্তিচুক্তি করার ব্যাপারে আন্তর্জাতিক সমর্থন আদায়ের ওপর গুরুত্ব দেয়া হবে।
উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওই ভোটে যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয়ার পরিবর্তে ভোটদানে বিরত থাকে। অবশ্য এর আগে এ ধরনের প্রস্তাবের ক্ষেত্রে ওয়াশিংটনকে বরাবরই ভেটো দিতে দেখা গেছে। গত মাসে কেরি তার এক গুরুত্বপূর্ণ ভাষণে দুই রাষ্ট্র সমাধান প্রস্তাবের ওপর বেশী গুরুত্বারোপ করেন।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বাইরের কোনো শক্তি ইসরাইলকে বসতি স্থাপনের পদক্ষেপ থেকে দূরে রাখতে পারবে না।