নিউজ ডেস্ক:
প্রতিদিন বদলাচ্ছে ফ্যাশন৷ আজকে একটা বাজারে আসছে, তো কালকে আরো নতুন কিছু৷ আর আপনি ভাবছেন কোনটা পরবেন, কোনটা ছাড়বেন৷ কিন্তু কখনও কী ভেবে দেখেছেন? আপনি ফ্যাশনের চাপে পড়ে ঠিক পোশাক পরছেন কিনা! আমরা অনেকেই পোশাক পরার সময় কিংবা কেনার সময় এ বিষয়টাকে এড়িয়ে যাই৷ কিন্তু ফ্যাশন ডিজাইনাররা সব সময় বলে থাকেন, জামা-কাপড় পরা উচিত একেবারেই আপনার শরীরের মাপঝোককে মাথায় রেখে৷
যদি আপনার কোমর খুব পাতলা ও সরু হয়, তাহলে খুব চাপা পোশাক আপনার না পরাই ভালো ৷ বরং একটু হালকা পোশাক বেছে নিন৷ যাতে আপনার রোগা শরীরের সঙ্গে পোশাক একেবারে লেগে না থাকে৷ শরীরের ওপরের অংশ ও নিচের অংশ ম্যাচ করে পোশাক পরুন৷ ডিপ নেক কিংবা অফ শোল্ডার পরতেই পারেন৷
আপনার শরীর একটু মোটার দিকে হলে অবশ্যই এড়িয়ে চলুন খুব চাপা পোশাক৷ কারণ, এতে আপনার পোশাকের মধ্যে থেকে মেদ ঠিকরে বেরিয়ে আসবে৷ বরং অল্প ব্যাগিস পোশাক আপনার জন্য মানান সই৷ চেষ্টা করুন কটন সিল্ক বা সুতির পোশাক পরতে৷
খুব পেশি যুক্ত শরীর হলে অনেকেই খুব চাপা পোশাক পরে থাকেন৷ এটা কোনও ভুল কাজ নয়৷ কিন্তু এমন চাপা পোশাক বাছবেন না যাতে জামা কাপড়ের ভিতর থেকে আপনার পেশিবহুল চেহারা একেবারে বেরিয়ে আসে৷ এটাকে অনেক সময় ন্যুড ফ্যাশনও বলে৷ তবে সব অনুষ্ঠানে এই ধরণের পোশাক একেবারেই মানানসই নয়৷ বরং অল্প চাপা পোশাক পরুন৷ হাতচাপা টিশার্ট পরতেই পারেন৷ তবে এটা একেবারেই পুরুষদের জন্য ৷