পুলিশি অভিযানে জীবননগরে বিভিন্ন মামলায় আটক-৮

0
12

নিউজ ডেস্ক:জীবননগর থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৮ জন আটক হয়েছে। গত বুধবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়ার নির্দেশে এএসআই সাজ্জাদ, বিশ্বনাথ, মাসুদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, চোর ও জুয়াড়ীদের আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুর পাড়ার আলতাপ হোসেনের ছেলে মাদকব্যবসায়ী মেহেদী হাসানকে (৩০) ৪ পিস ই্য়াবাসহ আটক করে। এ ছাড়াও উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের জামির হোসেনের ছেলে জিয়ারুল (৩৬), আফিল উদ্দিনের ছেলে মহিদুল (২৮), আবু সুলতানের ছেলে আকাশ (১৮), আনারুল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমির মিয়ার ছেলে লিটন (৪০) ও সাইফুল ইসলামের ছেলে সোহেলকে (২২) জুয়া খেলার অপরাধে আটক করে। এছাড়াও জীবননগর পৌর শহরের ৪নং ওয়ার্ডের সোহরাব ব্যাপারীর ছেলে মামুনকে (৩০) চুরির অপরাধে আটক করে। আটককৃত সবাইকে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা হাজতে প্রেরণ করেন।