পুলিশ খুনিদের ধরতে পারেনি, এটা দুঃখজনক

0
9

দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকারীদের শাস্তির দাবিতে সমাবেশে বক্তারা
নিউজ ডেস্ক:দর্শনায় যুবলীগের কর্মী পল্টুকে পিটিয়ে হত্যা ও মন্জুরুলকে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আসরের নামজের পর ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে ঈশ্বরচন্দ্রপুর চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আরিফুল ইসলাম, হুকুম আলী, হেলাল উদ্দিন, বেল্টু, মিঠু, স্বপন, জুয়েল, জসিম উদ্দিন, টুটুল, কাজল, আহসান হাবিব মামুন ও বাবলু মিয়া।
সমাবেশে বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ খুনিদের ধরতে পারেনি, এটা দুঃখজনক। আমরা অবিলম্বে আব্দুল মান্নান, শেখ আসলাম তোতা, দিপু, বাংলা, আলম, সোহেল, আশিকসহ সব খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ সমাবেশটি পরিচালনা করেন সাইফুল ইসলাম হুকুম।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে দর্শনা রেলগেটের নিকট তুলতুল কপি হাউজ থেকে পল্টুকে তুলে নিয়ে রেল ইয়ার্ডের মঈনের দোকানের সামনে গিয়ে তাঁকে পিটিয়ে হত্যা এবং ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত ফরজ আলীর ছেলে যুবলীগের কর্মী মন্জুরুলকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।