চুয়াডাঙ্গায় বজ্রপাতে আহত দুই নারী
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকায় গত রাতে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সঙ্গে বেশ কয়েকবার বজ্রপাতে ৩৩ কেভি ট্রান্সমিশন লাইনের পিন ইন্সুলেটর ক্র্যাক করায় রাতে বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছেন ওজোপাডিকোর গ্রাহকরা। তবে উর্দ্ধতন কর্মকর্তা ও লাইনম্যানদের দুরদর্শিতায় প্রায় দেড় ঘন্টার মধ্যেই সরবরাহ লাইন পুনঃরায় চালু হয়। এদিকে, চুয়াডাঙ্গার সুবদিয়ায় বজ্রপাতে দুই নারী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- সদর উপজেলার সুবদিয়া গ্রামের আশাদুলের স্ত্রী রওশন (৪০) ও একই গ্রামের কিতাব আলীর স্ত্রী ভাদিয়া (৫০)।
খবর নিয়ে জানা যায়, বজ্রপাতের কারণে ৩৩ কিলো ভোল্ট বিদ্যুৎ সরবরাহকারী তারের পিন ইন্সুলেটর ফেঁটে বিকল হয়ে যায়। এরপর থেকে ওই তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় স্বয়ংক্রিয় ভাবেই। বৃষ্টি ও বাতাসের পরিমাণ কমলে লাইনম্যানদের সঙ্গে নিয়ে বিকল লাইন চালু করেন উর্দ্ধতন কর্মকর্তারা। সাময়িক এ অসুবিধার কারণে সবাইকে ধৈর্য্য ধারন করার অনুরোধ জানান চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সবুক্ত গিন।
এদিকে আবহাওয়া অফিস জানায়, বুধবার দিনগত রাতে টানা ১ ঘন্টায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে হাওয়ার গতি তেমন না থাকলেও বেশ কয়েকবার বজ্রপাত হয়। আজ বৃহস্পতিবার বৃষ্টির আবহাওয়া কেটে যাবে বলে ধারণা করছেন আবহাওয়াবীদরা।