পান বরজে আগুন : ১০ লাখ টাকার ক্ষতি!

0
11

নিউজ ডেস্ক:দামুড়হুদার বিষ্ণুপুর ব্রিজ সংলগ্ন কেশবপুর মাঠে ভয়াবহ অগ্নিকা-ে ৫ বিঘা জমির পানের বরজ ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, কেশবপুরের মাঠে বিষ্ণুপুর ব্রিজের নিকটে জমি লিজ নিয়ে পানের চাষ শুরু করে বিষ্ণুপুর গ্রামের রবজেলের ছেলে সিদ্দিক (৪২), স্বার্থকের ছেলে মুশারেফ (৪০), মুকুলের ছেলে বাক্কা (৩৮), রবগুলের ছেলে সাজ্জেত (৪০) ও বুড়োর ছেলে তুফা (৪৫)। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। মালিক ও পথচারীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে কিন্তু ততক্ষনে সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। এ অগ্নিকা-ে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকেরা। ভুক্তভূগি চাষীরা বলেন, সারা বছর অনেক কষ্ট করে কেউ ১ বিঘা, ২ বিঘা করে ৮ বিঘা জমিতে পানের বরজ করেছিলাম। এই বরজের পানগুলো জমিয়ে রেখেছিলাম। কিন্তু কিভাবে আগুন লেগেছে, নাকি কেউ আগুন লাগিয়েছে সেটা বুঝতে পারছিনা। এগুলো পুড়ে গিয়ে আমরা পথে বসে গেলাম। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার খালিদ হোসাইন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থানে যান। প্রায় আধাঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আনে। পুরো আগুন নেভাতে দেড়ঘন্টা কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তিনি আরো জানান, এ অগ্নিকান্ডের ক্ষতির পরিমাণ প্রায় দশ লাখ টাকা।