নিউজ ডেস্ক:
উত্তপ্ত ভারত-চীন সম্পর্ক উপেক্ষা করেই পাকিস্তানের কাছে আটটি ডুবোজাহাজ বিক্রি করতে যাচ্ছে বেইজিং। এর মধ্যে চারটি পাকিস্তানের বন্দর নগরী করাচিতে তৈরি করা হবে।
এ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন পাক প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিষয়কমন্ত্রী রানা তানভির হোসেন।
রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষা সামগ্রী রফতানি উন্নয়ন সংস্থা বা ডিইপিও’র প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
তিনি আরও জানান, চীন এবং পাকিস্তানে একসঙ্গে এই ডুবোজাহাজ নির্মাণের কাজ শুরু করবে। চীন ডুবোজাহাজ নির্মাণ প্রযুক্তি পাকিস্তানের কাছে হস্তান্তর করবে বলেও জানান তিনি। তবে চীনের কাছ থেকে কী ধরণের ডুবোজাহাজ কেনা হবে সে বিষয়ে কিছু বলেননি মন্ত্রী।
এদিকে বিশেষজ্ঞদের মতে, ইউয়ান শ্রেণির টাইপ-০৪১ ডুবোজাহাজ কিনতে পারে ইসমালাবাদ। জাহাজগুলো ডিজেল ও বিদ্যুতের সাহায্যে চলে। এই আট ডুবোজাহাজ কেনা হলে পাক নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে।
প্রসঙ্গত, এর আগে ফ্রান্স এবং জার্মানির কাছ থেকে ডুবোজাহাজ কেনার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান।