আজ থেকে শুরু এইচএসসি/সমমানের পরীক্ষা : চলবে ৬ই মে পর্যন্ত
চুয়াডাঙ্গায় সাড়ে ১০ হাজারসহ সারাদেশে মোট পরীক্ষার্থী সাড়ে ১৩ লাখ
নিউজ ডেস্ক:আজ সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ই মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে সামনে রেখে এরই মধ্যে পয়লা এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এবার সারা দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন। এরমধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম এ ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং ডিআইবিএসে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। আজ সোমবার থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ই মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে সামনে রেখে এরই মধ্যে পয়লা এপ্রিল থেকে ৬ই মে পর্যন্ত সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এবার সারা দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেবে। এরমধ্যে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন। এরমধ্যে ছাত্র ৫ লাখ ৭৩ হাজার ৮১২ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে ৮৮ হাজার ৪৫১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম এ ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন এবং ডিআইবিএসে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এ বছর চুয়াডাঙ্গার চার উপজেলার ৪০টি প্রতিষ্ঠানের ১০ হাজার ৫৫২ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এরমধ্যে এইচএসসি (সাধারণ) ৭ হাজার ৯৭৪ জন, এইচএসসি (ভোকেশনাল) ২৩০ জন, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ২ হাজার ১৩ জন এবং আলিম পরীক্ষার্থী ৩৩৫ জন। জেলার চার উপজেলার সাধারণ পরীক্ষার্থীরা ১১টি কেন্দ্রে, ভোকেশনাল ১টি, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ৫টি ও আলিম পরীক্ষার্থীরা ৩টি কেন্দ্রে পরীক্ষা দেবে। প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করে আসন নিশ্চিত করতে হবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উপস্থিতিতে, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলতে হবে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে, শিক্ষা মন্ত্রণালয় বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এরমধ্যে, প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে যাবে কাগজের খামের পরিবর্তে বিশেষ এ্যালুমিনিয়ামের ফয়েল খামে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ মনিটরিংয়ের আওতায় থাকবে। এছাড়া পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের মোবাইল ফোন, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে এবং অটিজমসহ বিশেষ বিবেচনার দাবি রাখে, এমন শিক্ষার্থীদের ৩০ মিনিট বাড়তি সময় দেওয়া যাবে।সূচি অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। প্রতি বছরের মতো এবারও প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্ববীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ও বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।এদিকে, গত বছরের তুলনায় এ বছর এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৪৮ জন আর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ১১৮টি এবং পরীক্ষা কেন্দ্র বেড়েছে ৩৮টি। এবার ২ হাজার ৫৭৯টি কেন্দ্রে ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেবে।