নীলকণ্ঠ প্রতিবেদক :
জানা গেছে, জীবননগর পৌরসভাধীন ৩ নম্বর ওয়ার্ডের গোপালনগর গ্রামের হাতেম আলীর ছেলে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী এস কে লিটনের ভোট করেছিলেন। ভোট পরাজিত হন তিনি। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে লিটনের কর্মী শাহেদের সঙ্গে বিজয়ী চেয়ারম্যান মো. হাফিজুর রহমানের সমর্থক একই এলাকার মো. মশিয়ার রহমানের ছেলে মো. সাগর হোসেন, তাঁর ছোট ভাই জীবন হোসেন ও সেলিম হোসেনের ছেলে মো. জিহাদ হোসেনের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে কাঠের খড়ি দিয়ে সাহেদের মাথায় আঘাত করেন তারা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখারকার কর্তবরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান।
এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।