নিউজ ডেস্ক:
বিশ্বের প্রভাবশালী সামরিক জোট ন্যাটোকে ‘অচল’ বললেও এবার সে অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গকে ট্রাম্প বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি এই জোটের গুরুত্ব বাড়িয়েছে। এ জোট এখন বদলে গেছে। তাই এটা কোনো অচল জোট নয়।
ন্যাটোকে অচল বলার পাশাপাশি একসময় এতে আমেরিকার চাঁদা দেয়ার বিষয়েও আপত্তি তুলেছিলেন ট্রাম্প। এখন তিনি বলছেন, শুধু আমেরিকাই নয়, অন্যান্যও দেশেরও উচিত এতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়া। কারণ তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে !