চুয়াডাঙ্গা সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজনসহ ১০ জনের মনোনয়নপত্র সংগ্রহ
নিউজ ডেস্ক:আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসসহ চেয়ারম্যান পদে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুইজন প্রার্থী। মনোনয়ন সংগ্রহকারী সকলেই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতা। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থী ও তাদের সমর্থনকারীরা। চেয়ারম্যান পদে আ.লীগ মনোনীত আসাদুল হক বিশ্বাসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ ও জেলা সেচ্ছাসেবকলীগের সদস্য মাফিজুর রহমান মাফিসহ নেতাকর্মীরা। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের পক্ষে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুহা. শামসুজ্জোহা এবং মো. নুরুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরআগে একই পদে পদে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, সাবেক ভাইস চেয়ারম্যান মামুন-উর রশিদ আঙ্গুর, জেলা শ্রমিক লীগের সভাপতি রিপন মন্ডল ও মাসুদুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহজাদী মিলি ও মাসুমা আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। তাঁর ব্যাক্তিগত মোবাইল ফোনে বার বার কল দিয়েও রিসিভ না হওয়ায় বক্তব্য লেখা সম্ভব হয়নি। তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এ ভোটযুদ্ধে অংশ নেবেন আব্দুল কাদেরও। তিনি বলেছেন, ‘আমি মনোনয়ন সংগ্রহ করেছি, কাল (আজ) জমা দেবো। এ নির্বাচনে আমি শেষ পর্যন্ত থাকবো।’ নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষদিন। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ এবং ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।