রির্পোট : ইমাম হোসেন বিমান : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতা, সহিংসতা এড়াতে জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন হাট-বাজারে কমিউনিটি পুলিশিং সভা করে যাচ্ছে জেলা পুলিশ। গতকাল ৪ ডিসেম্বর দুপুরে নবগ্রাম শিবগঞ্জ হাটে হাটের দিন ব্যবসায়ীদের নিয়ে নবগ্রাম পুলিশ ফাড়িতে এক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত কমিউনিটি সভায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার গায়েন।
এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী নাশকতা, সহিংসতা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে, সেই সাথে কোন স্থানে কোন রকম সহিংসতা, সন্ত্রাসী মূলক কর্মকান্ড, নাশকতা, মাদক, ইভটিজিং করতে দেখলে সাথে সাথে পুলিশকে খবর দিন । মনে রাখবেন পুলিশ সবসময় জনগনের পাশে আছে।
হাট বাজারে বিশেষ করে যারা কামার, কাঠ মিস্ত্রী, বিভিন্ন ওর্য়াকসপ, জ্বালানী তৈল বিক্রেতাদের সজাগ থাকতে হবে। কামারের কাছে কোন ব্যক্তি দেশীয় অস্ত্র যেমন চাইনিজ কুরাল,চাপাটি, চাকু,বগা দা ইত্যাদী, কাঠ মিস্ত্রীর কাছে হকস্টীক, লাঠি ইত্যাদী, ওর্য়াকশপ মালিক অথবা মিস্ত্রীর কাছে পাইপগান সহ বিভিন্ন অস্ত্র ও অস্ত্রেও সরঞ্জামাদী কিনতে অথবা কাজ করাতে আসলে সাথে সাথে নিকটস্থ পুলিশ ফাড়ি, ক্যাম্প অথবা থানায় জানাবেন এবং তাদেও ধরীয়ে দিবেন । মনে রাখবেন, পুলিশ সব সময় আপনাদের পাশে থেকে সহযোগীতা করবে। বর্তমানে জ¦ালানী দ্রব্য, জ্বালানী তৈল যেমন কেরসিন, পেট্রোল, ডিজেল, অকটেন দিয়ে গাড়ি জালিয়ে দেশের সম্পদ তথা মানুষ মারার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অতএব জ¦ালানী তৈল বিক্রেতাদেও এ বিষয় সর্তক থাকতে হবে শুধু তাই নয় কারো কাছে গাড়ী ছাড়া পেট্রোল, ডিজেল, অকটেন বিক্রি করা যাবে না। প্রয়োজনে দোকানদার নিজে গাড়ীতে তৈল ঢুকিয়ে দিবেন।
নবগ্রাম পুলিশ ফাড়ির সভা শেষে শিবগজ্ঞ হাটের ব্যবসায়ী ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতাদেও সাথে জঙ্গিী, ইভটিজিং, মাদক বিরোধী এক কমিউনিটি পুলিশিং সভা করেন। সভায় উপস্থিত ব্যবসায়ী , ক্রেতা ও বিক্রেতাদের সাথে জঙ্গিী, ইভটিজিং, মাদকের কুফল সর্ম্পকে আলোচনা করেন। এসময় নবগ্রাম বাজার কমিটির সভাপতি মশিউর রহমান ভুলু , সদর থানা পুলিশের এস আই খোকন, এ এস আই বাপ্পী, নবগ্রাম ফাড়ী ইনচার্জ এস আই খবির উপস্থিত ছিলেন।