নিউজ ডেস্ক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করার ক্ষমতা বিএনপি’র নেতা-কর্মীদের নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল শুক্রবার বিকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভারের আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া ষড়যন্ত্র করতে লন্ডন যাচ্ছেন। ছেলের সাথে সলাপরামর্শ করে বিএনপি নেত্রীর আন্দোলন করে কোন লাভ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই হবে। এতে দেশে বিএনপির কোন আন্দোলন করে লাভ নেই।
বর্তমান সরকার দেশে জঙ্গিদের কঠোর হাতে দমন করায় তারা দুর্বল হয়ে পড়েছে। জঙ্গিরা আর নতুন করে দেশে কোন কিছু করতে পারবে না। বর্তমান সরকার দেশে কত্তমী মাদ্রাসা স্বীকৃতি দেওয়া একটা বিরাট সাফল্য বলে জানান মন্ত্রী।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকিল খন্দকার, সাধারণ সম্পাদক নাছির উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্লাসহ আরো অনেকে।