সিরাজগঞ্জ প্রতিনিধি: নাশকতা ও সরকারী কাজে বাঁধাদানের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ হান্নান (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হান্নান উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের নামদার হোসেনের ছেলে ও পঞ্চক্রোশী ইউনিয়ন জামায়াতের আমির।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) পবিত্র কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত হান্নান সরকারী কাজে বাঁধাদান, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা ৩টি মামলার ওয়ারেন্ট আসামী। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।