নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সোমবার (২রা অক্টোবর) বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিএইচএমএ’র সাবেক সভাপতি মোঃ তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও ডাঃ জামাল আহম্মেদ খাঁনের উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া, যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ বানু কুমার সেন, ডাঃ মৃনাল কান্তি দে, ডাঃ কামরুজ্জামান খাঁন, ডাঃ শাহজাহান সাজু, ডাঃ বিপুল রায়, ডাঃ স্বপন বর্মন, ডাঃ আব্দুল রহিম, ডাঃ নুরুল আমিন, ডাঃ ইসলাম উদ্দিন মাস্টার, ডাঃ জালাল উদ্দিন, ডাঃ আঃ কাশেম হাফেজ, ডাঃ মোয়াজ্জেম হোসেন, ডাঃ আব্দুল কাদির, ডাঃ শাহজাহান ফকির, ডাঃ নরুল আলম, ডাঃ মাকসুদুর রহমান, ডাঃ সুজন কুমার দেব। এসময় নান্দাইলের প্রায় শতাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন। সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ডাঃ বানু কুমার সেনকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়। বক্তারা অবিলম্বে নান্দাইলে হোমিওপ্যাথিক এসোসিয়েশনের একটি পূর্ণাঙ্গ কমিটি সহ নান্দাইলে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় স্থাপনের একমত পোষন করেন।