নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সাবেক সভাপতি ও নান্দাইল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মোঃ আনওয়ারুল হোসেন খাঁন চৌধুরীর সহধর্মীনি ও বিএনপি নেতা তথ্য ও প্রযুক্তিবিদ (বিবিসি লন্ডন) ইয়াসের খাঁন চৌধুরীর মাতা রাহাত খাঁন চৌধুরীর বিশাল নামাজে জানাযা সোমবার (২১ আগস্ট) বাদ জহুর মোয়াজ্জেমপুর আশরাফ চৌধুরী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক সংসদ সদস্য প্রবীণ জননেতা খুররম খাঁন চৌধুরীর উপস্থাপনায় জানাযা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিচারপতি মোঃ ওবায়দুল হাসান, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন খাঁন চৌধুরী, খোরশেদ আলম, বিএনপি নেতা ইয়াসের খাঁন চৌধুরী, নাসের খাঁন চৌধুরী সহ পরিবারের আরও কয়েকজন সদস্য আলোচনা করেন। জানাযা’র পর মরহুমার কবরে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্টান ও নান্দাইল প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জানাযা’য় নান্দাইলের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান, ফুলপুরের সাবেক সংসদ সদস্য শাহশহীদ সারোয়ার, সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল বাশার আকন্দ, ঈশ্বরগঞ্জের সাবেক সংসদ সদস্য শাহনুরুল কবির শাহীন, নান্দাইলের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি সুজা সহ ময়মনসিংহ উত্তর বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মী সহ নান্দাইলের সর্বস্তরের জনগণ ও বিপুল সংখ্যক মিডিয়া প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত শনিবার (১৯ আগস্ট) বিকাল ৫ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি………… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন ও বহু গুণাগ্রাহী রেখেগেছেন।